Header Description

-we care about your skills-

Youth রা চালাবে দেশ,
সফল হোক বাংলাদেশ।

About Us

LearnGen 'Learn the Generation - LTG

আমরা বাংলাদেশের একটি ছোট Team. আমরা LearnGen. আমাদের উদ্দেশ্য, বাংলাদেশকে একটি উন্নত দেশ রূপে দেখা। আমরা educational এর বাহিরে কিছু skills নিয়ে কাজ করছি। প্রতিটি skill আমাদের কাছে একটি career. কারণ এই skill গুলোই একটি সময় কর্ম হয়ে দারাবে। IT বিষয় গুলোতে একটু বেশি জোর দেয়া হচ্ছে; কারণ এই IT বিষয় গুলো এখনকার ছেলে মেয়েদের স্বপ্ন আর ইচ্ছা। আমরা তাদের স্বপ্ন নিয়েই কাজ করছি। তাদের স্বপ্ন যাতে ভেসে না যায় তাই আমাদের এই team টি গঠন করা হয়েছে। আর আশা করি আমাদের হতেই শিখবে অনেক youth এবং তারাই চালাবে আমাদের এই স্বাধীন বাংলাদেশ।

পরবর্তীতে app development, software development, website create, social content making আরো অনেক কিছু এর plan আছে আমাদের। আমাদের সাথে youth রা যেকোনো সময় তার skill এর সাহায্যে team up করতে পারে। আমাদের সাথে team up করে কাজ করতে পারে আমাদের সাথে।

আমাদের সাথে youth রা app, software, website, content, educational purpose and skill purpose এ অনেক কিছু তৈরি করতে পারে। আমাদের youth দের দ্বারা যাতে আমাদের এই দেশ এ অনেক service এবং অনেক creative field তৈরি হয় তাই আমাদের স্বপ্ন। আমাদের দেশে এখন youth দের দ্বারা তৈরি creative field অনেক কম, নাই বললেই চলে। আমাদের দেশ থেকেও যাতে তৈরি হয় Microsoft and Apple company এর মত অনেক company এবং সেই field গুলো যাতে আমাদের বাংলাদেশের youth দের দ্বারাই হয়ে থাকে তাই আমরা চাই। আমাদের উদ্দেশ্য youth দের কে দেশের কাজে লাগানো।

১. কেনই বা youth?

আমাদের দেশ থেকে অনেক youth সমাজ পড়া লেখা করে অনেক বড় হতে চায়। কিন্তু তারা অর্থাৎ যদের এ ইচ্ছে থাকে তারা বাংলাদেশকে উপযোগী না ভেবে অনন্য দেশের দিকে ছুটে চলে। কেউ কেউ দেশে ফিরে আসলেও, অধিকাংশ youth অন্য দেশেই স্থান করে নেইয় এবং সেই দেশের হয়ে কাজ করে। আমাদের দেশকে উন্নত করতে হলে youth দের মনোভাব পরিবর্তন করতে হবে। এ জন্য তাদের skill level টাকে টিকিয়ে রাখতে হবে।
একটা সময় আসে যখন কিনা একজন youth অনেক creative হয়ে যায়। কিন্তু তার creativity কে পরিবেষণ করার মত সঠিক জায়গা ও field পায় না। এর ফলে তাদের যে ইচ্ছা বা creativity টা নষ্ট হয়ে যায়। ফলে তারা normally বেঁচে থাকার চিন্তা ভাবনা করে। তাদের এ ইচ্ছাটি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই আমরা আজ এত খাটছি। আশা করি আমাদের মত আগামী প্রজন্মের youth রা তাদের স্বপ্ন পূরণের জন্য খাটবে এবং সফল হবে।

২. আমাদের নাম কেন LearnGen 'Learn the Generation - LTG'?

আমাদের nick name LearnGen. আমাদের পুরো নাম Learn the Generation. আমাদের tag name LTG.
আমাদের নাম  LearnGen 'Learn the Generation - LTG' হয়ার কারণটি অনেক গুরুত্বপূর্ন একটি কারণ একটি nation এর জন্য সাথে সাথে world এর জন্যও। প্রতি ১০ বছরে একটি নুতুন generation এর আবির্ভাব হয়। আগের generation টি নুতুন generation থেকে একটু পিছিয়ে আর নুতুন generation টি আগের generation থেকে একটু এগিয়ে। পুরাতন বা আগের generation টি এর একটু পিছিয়ে থাকার জন্য পরের generation টি তাদের তুচ্ছ চোখে দেখে আর তাদের জন্য nation এর develop গতিও কমে যায়। তা যাতে না ঘটে তাই আমরা youth দের মাঝে একটি সেতু তৈরি করব। নুতুন generation যাতে আগের generation এর সাথে link থাকে, তবেই সম্ভব আমাদের nation কে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। তাই আমরা চেষ্টা করছি যে gap টি ছিল অথবা আছে তা যেনো পরে generation এর মাঝে না থাকে। generation gap খুবই ভয়াবহ একটি সমস্যা।

৩. আমরা কি নিয়ে কাজ করছি?

মুলত আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। দেশের ভবিষ্যৎ আমরা গঠন করতে পারলেই আমাদের স্বপ্ন পুরন হবে। আমাদের youth রাই শুধু তা একমাত্র করতে পারবে। Youth সমাজটি হল আমাদের দেশের ভবিষ্যৎ।

৪. কিন্তু সেই ভবিষ্যৎ পরিবর্তন করব কি ভাবে?

শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড। আমাদের প্রথমত শিক্ষা ব্যাবস্তা পরিবর্তন করতে হবে। কিন্তু তার জন্য তোহ 10 Minute School এবং Ayman Sadiq ভাইয়া আছেই। আমরা তাদের সহায়তা অবশ্যই করব এবং তারাও আশা করি আমাদের সহায়তা করবে। শুধু education ই কি শিক্ষা? না, আমাদের সমাজের প্রতিটি মানুষের skill গুলোও একটি শিক্ষার অংশ। সেই skill গুলোকে নিয়ে কাজ করাও একটি শিক্ষার অংশ। এই skill গুলো দিয়ে আমাদের শিক্ষার সমাজ আরো উর্ধে যেতে পারবে ও উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ার সুযোগ পাবে। আমাদের কাজ সেই skill গুলো নিয়েই।
LearnGen 'Learn the Generation - LTG
LearnGen

-We Care About Your Skills-

Youth রা চালাবে দেশ,  
সফল হোক বাংলাদেশ।



আমরা হলাম LearnGen 'Learn the Generation - LTG'
Powered by Blogger.